জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যাকায় ফিলিস্তিনিদের প্রতি খাদ্য সহায়তা কমিয়েছে বলে এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
এ ব্যাপারে ডব্লিউএফপির ফিলিস্তিন অঞ্চলের পরিচালক স্টিফেন কিরনে জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে প্রায় ২৭ হাজার ফিলিস্তিনি জাতিসংঘের প্রকল্প থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না। আরও ১ লাখ ৬৫ হাজার মানুষ, যাদের মধ্যে গাজার বাসিন্দা ১ লাখ ১০ হাজার , তারা প্রয়োজনীয় ৮০ শতাংশ সহায়তা পাচ্ছে। গত প্রায় চার বছর ধরে অনুদানের পরিমাণ কমার পরিপ্রেক্ষিতে সহায়তা কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিরনে আরও জানান, গত ১৯ ডিসেম্বর ডব্লিউএফপি দাতাদের কাছ থেকে অনুদানের আহ্বান জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের কাছ থেকে কিছু সহযোগিতা পাওয়া গেলেও প্রয়োজনীয় অর্থের সংকুলান হয়নি।
তিনি জানান, এই মুহূর্তে পাঁচ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন। এই অর্থের জন্য জাতিসংঘ নতুন দাতা দেশের অনুসন্ধান করবে।
দাতাদের মধ্যে বড় একটি অংশ প্রদানকারী যুক্তরাষ্ট্র গত বছরই অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ