ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ইস্যুতে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে ২৩০ ভোটের বিশাল ভোটের ব্যবধানে হেরেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এমনকি, ভোটাভুটিতে ১১৮ জন এমপি বিরোধী দলের সঙ্গে এক হয়ে তেরেসা মে-এর চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন।
বিবিসি বলছে, সাধারণ ক্ষেত্রে এ ধরণের সরকারি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর বিশাল পরাজয়ের পর আশা করা হয় যে, প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন। তবে ভোটাভুটির পরেই তেরেসা মে আভাস দিয়েছেন যে, তিনি সরকার পরিচালনা অব্যাহত রাখবেন।
সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ''হাউজ তাদের মতামত দিয়েছে এবং সরকার সেটি শুনবে''। সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্রেক্সিটের বিষয়ে করণীয় ঠিক করার প্রস্তাব দিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৯/মাহবুব