সিরিয়া ইস্যুতে হঠাৎ মস্কো সফরে গেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হবেন তুর্কি প্রেসিডেন্ট।
তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে বিশেষ একটি বিমানে তুরস্ক ত্যাগ করেন তিনি।
মস্কোতে অনুষ্ঠিতব্য বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোর পাশাপশি বিশেষ করে সিরিয়া ইস্যু বিশেষ স্থান পাবে। এছাড়াও তুরস্ক-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও বিশদ আলোচনা হতে পারে।
প্রেসিডেন্ট এরদোগানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসুগলু, জ্বালানী ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ ডনমেজ, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার,কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি ও গোয়েন্দা প্রধান হাকান ফিদান, প্রেসিডেন্টের মুখপত্র ইবরাহীম কালিন এবং প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডাইরেক্টর ফাহরেত্তিন আলতুন।
একদিনের এ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিশেষ বৈঠক করবেন তুর্কি প্রেসেডিন্ট এরদোগান। এ বৈঠকে দু’দেশের মন্ত্রীসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারাও অংশ নেওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন