বিভিন্ন ধরনের অদ্ভূত কাণ্ড ঘটিয়ে বিশ্ব রেকর্ড গড়া নতুন কিছু নয়। একেক দেশে একেক ধরনের কাণ্ড ঘটিয়ে রের্ক্ড করার নজির রয়েছে। তবে এসবের মধ্যে এমন কিছু কাণ্ড আছে, যা একেবারেই অকল্পনীয়। এমন একটি কাণ্ড ঘটেছিল আয়ারল্যান্ডে। সেটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
দেশটিতে দুই হাজার পাঁচশ পাঁচ জন নারী এক সঙ্গে নগ্ন হয়ে গোসল করে বিশ্ব রেকর্ড গড়েছেন। জানা গেছে, আয়ারল্যান্ডের একটি সমুদ্র সৈকতে ওই নারীরা নগ্ন হয়ে গোসল করে বিশ্ব রেকর্ড গড়েছেন। ওই ঘটনার দৃশ্য সম্প্রচার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটি।
আয়ারল্যান্ডের উইকলোর মাঘেরমোর নামক সৈকতে ‘স্ট্রিপ অ্যান্ড ডিপ’ নামের ওই ইভেন্টটির আয়োজন করা হয়। এর আগে নগ্ন হয়ে গোসল করার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। অস্ট্রেলিয়ার পার্থে এক সমুদ্র সৈকতে সাতশ ৮৬ জন নারী নগ্ন হয়ে ২০১৫ সালের মার্চে গোসল করেছিল।
নগ্ন হয়ে বিশ্ব রেকর্ড গড়ে যে অর্থ উপার্জন হবে, তা দিয়ে ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসা করা হবে। ওই ইভেন্টে অংশগ্রহণকারী অনেক নারীও ক্যান্সারে আক্রান্ত বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/কালাম