২৬ মে, ২০১৯ ০০:১০

ইরানের সঙ্গে যুদ্ধে না জড়াতে সাবেক মার্কিন কর্মকর্তাদের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধে না জড়াতে সাবেক মার্কিন কর্মকর্তাদের সতর্কবার্তা

ইরানের সঙ্গে যুদ্ধে না জড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন দেশটির সাবেক সামরিক শীর্ষ কর্মকর্তারা। এদিকে, ইরান ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্যে এমনিতেই উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে নতুন করে সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়ে উত্তেজনা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। 

দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান এক বিবৃতিতে বলেছেন, সেখানে আরও দেড় হাজার সেনা পাঠানো হচ্ছে। সেই সঙ্গে যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য অস্ত্রশস্ত্রও মোতায়েন করা হবে।

এদিকে, পরিস্থিতি বিপরীতও হতে পারে উল্লেখ করে একটি চিঠিতে দেশটির সাবেক সামরিক শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ট্রাম্পের বিবৃতি সত্ত্বেও ইরানের সঙ্গে যুদ্ধ চালানোর কোনো ইচ্ছে তাদের নেই। চালালে পাল্টা যুক্তরাষ্ট্রের জন্যও হুমকির সৃষ্টি হতে পারে।

এর আগে মার্কিন কর্মকর্তাদের প্রকাশিত একটি সুপারিশে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে মধ্যপ্রাচ্যে এক লাখ মার্কিন সেনা মোতায়েন প্রয়োজন এবং ইরানের বিমানবাহিনীর গণবিধ্বসী ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা উচিত।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর