২০ আগস্ট, ২০১৯ ১০:০১

বিশ্বব্যাপী পালিত হচ্ছে মশা দিবস

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী পালিত হচ্ছে মশা দিবস

ব্রিটিশ চিকিৎসক স্যার ডোনাল্ড রসের স্মরণে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে মশা দিবস। ১৯৮৭ সালে ২০ আগস্ট তিনি জানান, নারী মশা মানুষের মধ্যে ম্যালেরিয়া ছড়ায়। সেই আবিষ্কারের সম্মানে দিবসটি পালিত হচ্ছে।

ম্যালেরিয়া রোগের কারণ ও এটি কীভাবে প্রতিরোধ সম্ভব সে বিষয়ে মানুষকে সচেতন করাই এ দিবস পালনের উদ্দেশ্য। লন্ডন স্কুল অব হায়াজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন প্রতিবছর দিবসটি পালন করে।

বিশ্বের সবচেয়ে ভয়ানক প্রাণীরগুলোর একটি মশা। তারা রোগ বহন এবং মানবদেহে তা ছড়ানোর ফলে প্রতি বছর লাখ লাখ মানুষের মৃত্যু হয়। সাধারণত মনে করা হয় মশা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। তবে বিষয়টি সত্য নয়। নারী মশা তাদের বংশবিস্তারের জন্য রক্ত খেয়ে থাকে। পুরুষ মশাদের ক্ষেত্রে তার দরকার হয় না।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর