অনেকেই আশপােশের খবর রাখার জন্য স্মার্টফোনে ডুবে থাকেন। এমন সময় যদি আপনার হাতের ফোনটি অদৃশ্য হয়ে যায়? বা পর্দায় ডুবে থাকা অবস্থায় আপনাকে কেমন দেখাবে?
আমেরিকার ফটোগ্রাফার এরিক পিকারসগিল। তিনি অনেকগুলো ছবি তুলেছেন যেখানে মানুষের হাত থেকে ফোন এবং অন্য ইলেক্ট্রনিক ডিভাইসের ছবি মুছে দিয়েছেন।
ছবিগুলো দিয়ে তার উদ্দেশ্য ছিল এটা দেখানো যে, ফোনের পর্দায় ডুবে থাকা অবস্থায় মানুষকে দেখতে কত অদ্ভুত লাগে এবং মানুষ কতোটা একা তা বোঝানো! ফোনের নেশায় বুঁদ হয়ে থাকা মানুষগুলো আশেপাশের সুন্দর সবকিছুকে ভুলে একা হয়ে যাচ্ছে, এটাই বুঝাতে চেয়েছেন তিনি।
এরিক পিকারসগিলের সেই ছবিগুলো
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন