ভারতে সদ্যপ্রণীত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ট্রেনে-বাসে আগুন, ভাঙচুর ও অবরোধের ঘটনা ঘটছে!
এই পরিস্থিতিতে কী বলছেন বিশিষ্টজনেরা? এ বিষয়ে কথা বলেছেন কৌশিক সেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বুদ্ধদেব দাশগুপ্ত।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভাষায়, “ভিটে হারানোর ভয়ে মানুষ। বিশৃঙ্খল আন্দোলন উচিত নয়।এটা আন্দোলনের পথ নয়। শান্তিপূর্ণভাবেও প্রতিবাদ হয়। পশ্চিমবঙ্গবাসীকে সংযত হতে হবে। জোর করে আইন চাপানো উচিত নয়।”
অপর্ণা সেন মনে করেন, “ভাঙচুর করে প্রতিবাদ নয়, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে। সরকারি সম্পত্তি নষ্ট করে প্রতিবাদ নয়।”
বুদ্ধদেব দাশগুপ্তর কথায়, “হিংসাত্মক পথে প্রতিবাদ হয় না। শান্তিপূর্ণ পথে প্রতিবাদ হোক। হিংসাত্মক প্রতিবাদে আরও খারাপ হয়। এই প্রতিবাদ কেউ ভালভাবে নিচ্ছেন না। সংযত প্রতিবাদ হোক।
বিডি প্রতিদিন/কালাম