আর চার পাঁচটা সাধারণ বিয়ের মতো এই বিয়ে বাড়িতেও জমে উঠে ছিল আনন্দ-উৎসব। ধুমধাম করে এসেছিল বরযাত্রী। আর বর আসতেই রীতি মেনে কনেপক্ষের মেয়েরা বরের জুতা চুরি করে। এরপরই সম্পর্কে শ্যালিকা হয়, এমন এক কিশোরীকে আপত্তিকর ভাষায় কটাক্ষ করেন বর।
এরপরই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। বর ও কনে দুই পক্ষের মধ্যে 'জুতা চুরি' নিয়ে উত্তেজনা শুরু হয়। জানা ছেছে , বর বেশে বিবেক কুমার আচমকাই রেগে গিয়েছিলেন শ্যালিকারা মজা করে টাকা চাওয়ায়। আর সেই রাগ তুঙ্গে উঠতেই দু’পক্ষের বিরোধ বাঁধে। বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় বরকে।
পরিস্থিতি সামলাতে আসে পুলিশ। তাতেও লাভ হয়নি। তখনই জানা যায়, ১০ লাখ টাকা পণ চেয়েছে বরের পরিবার। তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। শেষে কনের হাতে পায়ে ধরেন বর। তবে তা সত্ত্বেও, বিয়ে করেননি কনে। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে এমনই ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/শফিক