ফের ভারত ও পাকিস্তানের কাশ্মীর সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার কাশ্মীরের বন্দিপুর ও রাজৌরির নিয়ন্ত্রণরেখায় গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস এর।
জানা গেছে, পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় বাহিনীর ওপর হামলা চালালে এক সেনা নিহত হয়। আর বন্দিপুরে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা কর্মকর্তা প্রাণ হারায়। এ ঘটনায় সীমান্তে মুখোমুখি অবস্থান করছে দু’দেশের সীমান্ত রক্ষীরা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মির রাজ্যটির ওপর থেকে মোদি সরকার বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারাটি বাতিল করার পর থেকে প্রতিবেশী দেশ দুইটির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যার রেশ ছড়িয়ে পড়েছে পাকিস্তান-ভারত সীমান্তে।
বিডি-প্রতিদিন/শফিক