মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এই জোটের সদস্যদেশগুলোর মধ্যে উত্তেজনা নজিরবিহীনভাবে বেড়ে যাওয়ার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তিনি সোমবার ব্রাসেলসে বলেন, ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এর সদস্যদেশগুলোর মধ্যে বর্তমানের মতো উত্তেজনা ও নিরাপত্তামূলক পরিবেশ আগে কখনো সৃষ্টি হয়নি। ন্যাটোর মহাসচিব বলেন, এরকম পরিস্থিতিতে আমাদেরকে জল, স্থল ও আকাশপথের পাশাপাশি মহাকাশ ও সাইবার নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।
চলতি মাসের গোড়ার দিকে ব্রিটেনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের সময় এবং এর আগে এই জোটভুক্ত দেশগুলোর মধ্যে তীব্র মতপার্থক্যের বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। লন্ডনে অনুষ্ঠিত এ শীর্ষ সম্মেলনে ন্যাটো জোটের শীর্ষ নেতারা পরস্পরকে রাজনৈতিক ও ব্যক্তিগত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেন।
এক পর্যায়ে বিষয়টি নিয়ে তাদের মধ্যে আর গোপনীয়তা বজায় থাকেনি বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘ভণ্ড’ বলে অভিহিত করেন।
ন্যাটো জোটের ওই শীর্ষ সম্মেলনের কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের এক বক্তব্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।তিনি বলেছিলেন, ন্যাটো জোটের ‘ব্রেন ডেড’ হয়ে গেছে এবং এটিকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক