সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের জেরে গত ১১ ডিসেম্বর থেকে আসামে কারফিউ জারি করা হয়। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনগড়। এর আগে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি জানতে গতকাল মুখ্য সচিব ও পুলিশ প্রধানকে তলব করলেও তাতে তারা সাড়া দেননি। ফলে আজ স্বয়ং মুখ্যমন্ত্রীকেই ডেকেছেন রাজ্যপাল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ