জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে বুধবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ইরাকের বাগদাদে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার বাগদাদের গ্রিন জোন এলাকায় দু'টি রকেট বিস্ফোরণ হয়েছে। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়াও জানায়নি হোয়াইট হাউস কিংবা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
বাগদাদের গ্রিন জোনেই মার্কিন দূতাবাসসহ পাশ্চাত্যের অনেক দেশেরই দূতাবাস ও ব্যবসায়িক কেন্দ্র রয়েছে। বুধবার মধ্যরাতে সেই গ্রিন জোনেই পরপর দু’টি রকেট বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পরেই নিরাপত্তা বাহিনীর সাইরেন বাজানো হয়। গোটা এলাকা কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। এর আগে বুধবার ভোরে ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই ঘাঁটিতে আমেরিকাসহ একাধিক দেশের যৌথ সেনাবাহিনী রয়েছে। ইরানের ওই হামলায় কেউ হতাহত হননি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিডি প্রতিদিন/এ মজুমদার