তেহরানে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে বলে দাবি করেছে ইরান। গত ৮ জানুয়ারি ওই বিমান বিধ্বস্ত হয়ে ১৭৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১৬৭ জন যাত্রী ও ৯ ক্রু সদস্য ছিল। বিমানে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডিয়ান, ১১ ইউক্রেনিয়ান, ১০ সুইডিশ, ৪ আফগান, ৩ জার্মান ও ৩ ব্রিটিশ নাগরিক ছিলেন।
বিমান দুর্ঘটনায় বিবৃতি দিয়েছে ইরান সরকার। এতে দুর্ঘটনায় সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের সূত্র দিয়ে খবর প্রকাশিত হয়েছে দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেহরানে বিমান বিধ্বস্ত হয়েছে। এ মিথ্যা এবং কেউ এ মিথ্যার দায় শিকার করেনি।
মিথ্যা বলা বন্ধ করে বিমান দুর্ঘটনার তদন্তে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মিথ্যাচার শোকাহত পরিবারের বেদনাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা