ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনায় ইরানের হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে ২৪ ঘণ্টা বন্ধ রাখার পর ইরান ও ইরাকে পুনরায় ফ্লাইট চালু করছে তুরস্ক ও পেগাসাস এয়ারলাইন্স। বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্ক ও পেগাসাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে এসব দেশে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তুরস্কের এয়ারলাইন্স একটি ফ্লাইট ইস্তাম্বুলের সাবিহা গোকসেন বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে ছেড়ে যাবে। পাশাপাশি পেগাসাস এয়ারলাইন্স থেকে আরও একটি ফ্লাইট একই বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে ছেড়ে যাবে।
ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার জবাব দিতে গত মঙ্গলবার রাতে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয় বলেও দাবি করে দেশটি। তবে বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হননি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম