জম্মু-কাশ্মীরে দ্রুত ইন্টারনেট সংযোগ চালু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এমনকি সাত দিনের মধ্যে যাবতীয় নিষেধাজ্ঞা খতিয়ে দেখারও পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে জম্মু-কাশ্মীরে স্বস্তি। চালু করতে হবে ইন্টারনেট। সক্রিয় করতে হবে সরকারি ওয়েবসাইট, ই-ব্যাঙ্কিং।
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর ১৫৮ দিন ধরে চলমান নিষেধাজ্ঞার মধ্যেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে বলে শুক্রবার জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, ১৪৪ ধারা জারি করে নির্বিচারে মানুষের অধিকারে হাত দেওয়া যায় না।
নিষেধাজ্ঞা সংক্রান্ত সব নির্দেশ জনসমক্ষে প্রকাশ করতে হবে। ইন্টারনেট মাধ্যমে মত প্রকাশের অধিকার-মৌলিক অধিকার বলেও পর্যবেক্ষণ দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। এক সপ্তাহের মধ্যে যাবতীয় নিষেধাজ্ঞা পর্যালোচনা করে আদালতে রিপোর্ট দিতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বিডি প্রতিদিন/আল আমীন