১৯ জানুয়ারি, ২০২০ ০৫:০৪

'প্রয়োজনে সিরিয়ার আরও অভ্যন্তরে প্রবেশ করবে তুরস্কের সেনারা'

অনলাইন ডেস্ক

'প্রয়োজনে সিরিয়ার আরও অভ্যন্তরে প্রবেশ করবে তুরস্কের সেনারা'

সিরিয়ায় দক্ষিণাঞ্চলীয় সীমান্তে প্রয়োজনে আরও অভ্যন্তরে প্রবেশ করবে তুরস্কের সেনারা। শনিবার (১৮ জানুয়ারি) এ কথা জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে এরদোয়ান বলেন, তুরস্ক এখন তার দক্ষিণ সীমান্ত নিয়ে চিন্তা করছে। সিরিয়া ইস্যুতে আমরা রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়সংকল্প।

সম্প্রতি প্রেসিডেন্ট এরদোগানের উপদেষ্টা ইয়াসিন আকতাই সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ার যেসব এলাকা থেকে কুর্দি গেরিলারা পিছু হটেছে সেসব এলাকায় সিরীয় সেনাদের প্রবেশের অর্থ হবে যুদ্ধ ঘোষণা। তুরস্কের কর্মকর্তারা সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে হুমকি দেয়া ছাড়াও সিরিয়ার ভেতরে নতুন শহর নির্মাণ ও বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথা বলছেন যা আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন। ধারণা করা হচ্ছে, তুরস্কের কর্মকর্তারা সিরিয়ার কুর্দি অধ্যুষিত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন আনতে চান। কিন্তু তুরস্কের এ পরিকল্পনা বাস্তবায়নের অর্থ হচ্ছে সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করা এবং এ অঞ্চলে মার্কিন ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ করে দেয়া।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর