২৬ জানুয়ারি, ২০২০ ০১:৩৬

চীনের করোনা ভাইরাস নেপালে, সতর্কতা জারি ভারতে

অনলাইন ডেস্ক

চীনের করোনা ভাইরাস নেপালে, সতর্কতা জারি ভারতে

করোনা ভাইরাস চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। নেপালেও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে অনেকে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারত আতঙ্কিত হয়ে পড়েছে। শনিবার ভারতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি থাকছে চূড়ান্ত সতর্কতা। নেপালে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ মেলার পর ভারতে করোনা আতঙ্ক বেড়েছে।

এনডিটিভি'র খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভারতের চারটি রাজ্যে ১১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার ‘কিছু উপসর্গ’ তাদের মধ্যে দেখা দেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কেরালায় চারজন, মুম্বাইয়ে দুইজন এবং ব্যাঙ্গালুরু ও হায়দ্রাবাদে একজন করে মোট দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সবাই সম্প্রতি চীন ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তাদের শরীরে নতুন এ ভাইরাসের ‘কিছু উপসর্গ’ লক্ষ্য করা যায়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর