ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন তাজমহল পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আজ সোমবার বিকেলে তারা তাজমহল দেখতে যান। এসময় তারা পরিদর্শক বইতে সাক্ষর করেন।
আজ সোমবার দুই দিনের সফরে ভারত আসেন ট্রাম্প। গুজরাটের আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে ট্রাম্পকে সংবর্ধনা দেয়া হয়।
মেলানিয়ার ছাড়াও ট্রাম্পের সফর সঙ্গী হয়েছেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ইভাঙ্কার স্বামী জাডের কুশনার ও তার প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ফারজানা