গবেষণামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিবছর জার্মানিতেই লাখ লাখ প্রাণী জন্ম দেয়া হয় এবং পরবর্তীতে সেগুলো ব্যবহার না করেই আবার হত্যা করা হয়। এই তথ্য দিয়েছে সংবাদমাধ্যম ডিডব্লিও।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, জার্মানিতে ৩৯ লাখ প্রাণী ২০১৭ সালে হত্যা করা হয়েছে। গোটা ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে সংখ্যাটি এক কোটি ছাব্বিশ লাখ। এছাড়াও গবেষণাগারে হত্যা করা হয়েছিল ২৮ লাখ প্রাণী।
২০১৭ সালে জার্মানিতে গবেষণার কাজে সবচেয়ে বেশি প্রাণী উৎপাদন করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সেগুলোর অধিকাংশই ছিল ছোট ইঁদুর। এছাড়া ২ লাখ ৫৫ হাজার বড় ইঁদুর, ১ লাখ ৪০ হাজার মাছ, ৩ হাজার ৫শ’ বানর, ৩ হাজার ৩শ’ কুকুর এবং ৭১৮টি বিড়ালও ছিল। এসব প্রাণীর ৫০ শতাংশ বিভিন্ন গবেষণামূলক পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার