১ জুন, ২০২০ ১৪:৫১
খবর দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের

চীন সীমান্তে চোরাচালানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক

চীন সীমান্তে চোরাচালানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত উত্তর কোরিয়ার

চীন-উত্তর কোরিয়ার সীমান্তের কিছু অংশে চোরাচালান কার্যক্রমের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ। ১৫ জুন থেকে এ কার্যক্রম শুরু হবে। পাচারকারীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা পাওয়ার শর্ত সাপেক্ষে এ অনুমোদন দেয়া হয়েছে। আজ সোমবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ডেইলি এনকে এ খবর প্রকাশ করেছে। 

২৯ মে উত্তর কোরিয়া এ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিনুইজু, রায়ংচন, উইজু এবং নাম্পো শহরের ব্যবসায়ীরা ১৫ জুন থেকে এ কার্যক্রম পরিচালনা করতে পারবে। 

নতুন ব্যবস্থাপনার আওতায় আসা ব্যবসায়ীরা সেনাবাহিনী, মন্ত্রিপরিষদ এবং অন্যান্য সরকারী সংস্থাগুলির সাথে সংযুক্ত বাণিজ্য সংস্থাগুলির সাথে কাজ করবেন। 

প্রসঙ্গত, ডেইলি এনকে দক্ষিণ কোরিয়া থেকে পরিচালিত সংবাদমাধ্যম হলেও এটি বিভিন্ন বিষয়ে উত্তর কোরিয়ার খবরই বেশি প্রকাশ করে। নানা অনানুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এসব খবর প্রকাশ করে।  

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর