আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সম্পর্ক। আন্তর্জাতিক মহলে এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বর্তমানে লাদাখের গালওয়ান উপত্যকার তিনটি এবং প্যাংগং লেকের একটি সীমান্ত-এলাকায় দুই সেনা মুখোমুখি রয়েছে বলে জানা গেছে।
এমন সময়ে হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট অনুয়ায়ী, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC) বরাবর এবার বিপুল সেনাবাহিনী মোতায়েন করেছে ভারত। ভাইরাল ভিডিওতে দাবি, ওই এলাকাতেই পৌঁছেচ্ছে ভারতীয় সেনার গাড়ি।
ভিডিওটি ইউটিউবে পোস্ট হয়েছে। একই লিংক শেয়ার হয়েছে টুইটারেও। তবে ভাইরাল ভিডিওটি ১০ মাসের আগের। ভারত-চীন সীমান্ত উত্তেজনার সঙ্গে এই ভিডিও'র কোনও সম্পর্ক নেই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ