দুই কোরিয়ার মধ্যে অস্থিরতা বেড়ে গেছে গত কয়েক সপ্তাহ ধরে। প্রায় সময় সীমান্ত দিয়ে উত্তর কোরিয়ার অভ্যন্তরে পিয়ংইয়ং বিরোধী লিফলেট ভর্তি বেলুন উড়িয়ে দেয় দেশত্যাগী কোরিয়ানরা। এই দেশবিরোধী কাজ বন্ধে সিউলকে ব্যবস্থা নিতে বলেছিল পিয়ংইয়ং। কিন্তু তারা ব্যর্থ হওয়ায় গত সপ্তাহ থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় উত্তর কোরিয়া। এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা।
তবে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, সামরিক পদক্ষেপ, লিয়াজোঁ অফিস শাসক দলের সেন্ট্রাল মিলিটারি কমিশনের সঙ্গে বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দেশের যুদ্ধ প্রতিরোধকে আরও শক্তিশালী করতে বিভিন্ন ডকুমেন্ট নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে।
এর আগে, গত সপ্তাহে সীমান্ত শহরে অবস্থিত লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দেয় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে তারা। একই সময়ে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন উনের বোন কিম ইয়ো জং।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ