১০ জুলাই, ২০২০ ১৬:০১

সুদানে ৬ মন্ত্রীর পদত্যাগ, একজন বরখাস্ত

অনলাইন ডেস্ক

সুদানে ৬ মন্ত্রীর পদত্যাগ, একজন বরখাস্ত

দীর্ঘ প্রতীক্ষিত সংস্কারের দাবিতে হাজার হাজার লোক রাস্তায় প্রতিবাদ বিক্ষোভে নেমে আসার কয়েকদিন পর সুদানের ৬ মন্ত্রী পদত্যাগ করেছেন ও ১ জনকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার এ কথা জানায়।

প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদকের অফিসের এক বিবৃতিতে বলা হয়, ‘সরকারে (১৮ সদস্যের) পরিবর্তন আনতে ৬ মন্ত্রী পদত্যাগ করেছেন।’

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র, অর্থ, এনার্জি, কৃষি, পরিবহন ও প্রাণী সম্পদ মন্ত্রী পদত্যাগ করেছেন।
তবে, বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি ।
মন্ত্রী পরিষদের বৈঠকে হামদক সরকারে রদবদলের পরে জনগণকে সন্তুষ্ট করতে সরকারের কার্যক্রম মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

গত ৩০ জুন অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানিয়ে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী খার্তুম ও অন্যান্য নগরীতে বিক্ষোভ প্রদর্শন করে। সরকার বিরোধী বিক্ষোভকারীরা গত বছর প্রতিবাদ বিক্ষোভে হতাহতের বিচারের দাবি জানিয়েছেন। এই বিক্ষোভে অন্তত ২৪৬ মারা যায় এবং শতশত লোক আহত হয়। এতে সুদানের সাবেক প্রেসিডেন্ট বশির সরকারের পতন ঘটে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর