১০ আগস্ট, ২০২০ ১৪:৪০

করোনার ভ্যাকসিন সবার জন্য না!

অনলাইন ডেস্ক

করোনার ভ্যাকসিন সবার জন্য না!

প্রতিদিনই আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা  ২ কোটি ছাড়িয়েছে। মহামারি থেকে বাঁচতে ভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা। এর মধ্যে দু:সংবাদ জানিয়েছে বিজ্ঞানীরা। তারা বলছেন, যারা স্থুলকায়, তাদের শরীরে টিকা কাজ নাও করতে পারে।

গবেষকরা বলছেন, করোনার ভ্যাকসিন প্রয়োজনের তুলনায় খুব সামান্য, সেই সঙ্গে আশঙ্কা হচ্ছে স্থুলকায় যারা, তাদের শরীরে টিকা কাজ নাও করতে পারে। এ ছাড়া যারা মারাত্মক অসুস্থ, তাদের ক্ষেত্রেও এটি হতে পারে।

করোনার শুরুর দিকে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলো বলেছিল, ৪০ এর বেশি বয়স যাদের এবং যাদের অতিরিক্তি ওজন অর্থাৎ ১০০ পাউন্ডের বেশি-তাদের ঝুঁকিও বেশি।  এর মধ্যে শতকরা ৯ ভাগ আমেরিকানও বয়স্ক ছিল।  

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, আগামী মার্কিন নির্বাচনের আগেই বাজারে আসবে করোনার ভ্যাকসিন। ১০৭ মিলিয়ন আমেরিকানদের উপর গবেষণা চালানোর পর জানানো হয়, এর আগে ইনফ্লুয়েঞ্জা, টিটেনাস সবকিছুর টিকা বয়স্কদের দেওয়া হতো। করোনাভাইরাসের ক্ষেত্রেও একই রাস্তা অবলম্বন করা হবে। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর