২৪ আগস্ট, ২০২০ ১৫:০১

প্রণব মুখার্জীর ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে

নয়াদিল্লি প্রতিনিধি

প্রণব মুখার্জীর ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর (৮৪) ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে। আজ সোমবার নয়াদিল্লি সেনা হাসপাতাল থেকে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, প্রণব মুখার্জীর স্বাস্থ্যের অবস্থা এখনো অপরিবর্তিত। তিনি গভীর কোমায় আচ্ছন্ন। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার স্বাস্থ্যবিষয়ক অন্যান্য সূচক স্থিতিশীল আছে। 

গত ৯ আগস্ট রাতে বাথরুমে পড়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জী। ১০ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন তার করোনাভাইরাস শনাক্ত হয়। মস্তিষ্কে সার্জারির পর থেকে কোমায় আছেন প্রণব মুখার্জী। 

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জী। এর আগে তিনি দেশটির একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।  

বিডি প্রতিদিন/ফারজানা   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর