২৭ নভেম্বর, ২০২০ ১৪:০৪

পুলিশ স্টেশনে ডিম নিক্ষেপের দায়ে হংকংয়ে বিক্ষোভকারীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

পুলিশ স্টেশনে ডিম নিক্ষেপের দায়ে হংকংয়ে বিক্ষোভকারীর কারাদণ্ড

গত বছরের ২১ জুন সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে হংকংয়ে পুলিশের প্রধান কার্যালয়ে ডিম নিক্ষেপ করেছিলেন তিনি

হংকংয়ে পুলিশ স্টেশনে ডিম নিক্ষেপের দায়ে এক ব্যক্তিকে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। চীনা ভূখণ্ডে রাজনৈতিক মতবিরোধ রোধে কড়া পদক্ষেপের অংশ হিসেবে হংকংয়ের একটি আদালত এই দণ্ড দিয়েছেন। 

দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তির নাম পুন হো-চিউ। গত বছরের ২১ জুন সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে হংকংয়ে পুলিশের প্রধান কার্যালয়ে ডিম নিক্ষেপ করে আটক হন তিনি।

হংকংয়ে ডিম নিক্ষেপের দায়ে ৩১ বছর বয়সী ওই বিক্ষোভকারীকে এমন সময় সাজা দেওয়া হলো, যখন হংকংয়ের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়েও সরকারবিরোধী বিক্ষোভের রেশ কাটেনি।  

বৃহস্পতিবার বিচারক উইন্নি লাউ রায় ঘোষণার সময় বলেন, যদিও ডিম ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর মতো কোনো অস্ত্র নয়, তবে পুলিশ স্টেশনের মতো জায়গায় ডিম নিক্ষেপ করার বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অসন্তুষ্টি উসকে দেয় এবং কর্মকর্তাদের আইন প্রয়োগের কর্মকাণ্ডকে ক্ষুণ্ন করে। এতে সমাজ বিপদের মধ্যে পতিত হয়। 

দুই সপ্তাহ আগেই হংকংয়ের চীনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা গুলি ছুড়েছে, পেট্রলবোমা নিক্ষেপ করেছে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে সেখানে।

সূত্র : সিএনএন

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর