পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক ও মানবাধিকার কর্মী ড. আমজাদ আইয়ুব মির্জা জানিয়েছেন, দেশটির সরকার পাকিস্তান নিয়ন্ত্রিত গিলগিট-বালতিস্তান অঞ্চলকে সামরিক সেনানিবাসে রূপান্তর করতে চায়।
এ বিষয়ে তিনি জানিয়েছেন, পাকিস্তান গিলগিট-বালতিস্তান অঞ্চলকে সামরিক সেনানিবাসে রূপান্তর করতে চায়।
এজন্য সম্প্রতি সেখানে দেশটি ৬০ জন সন্যসহ প্যারা-মিলিটারি প্রেরণ করেছে।
তিনি বলেন, আমরা জানি যে এই অঞ্চলের চালাস এবং নলটারের মাঠ এখন ধূ ধূ মাঠ হয়ে গেছে। অতীতে সেনাবাহিনী এই জমিতে নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল, কিন্তু স্থানীয়রা তখন প্রতিবাদ করেছিল। এখন সেনাবাহিনী এবং সরকার আবারও সেই চেষ্টায় করছে।
সূত্র: এএনআই
বিডি প্রতিদিন/ ওয়াসিফ