পিটিআইকে (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) বাড়ি পাঠানো হবে উল্লেখ করে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সহ-সভাপতি মরিয়ম নওয়াজ শরিফ বলেছেন, ‘আপনি এক মাস আগে বা এক মাস পরে সিনেট নির্বাচন করতে পারেন, (তবে) আপনি আপনার সরকারকে বাঁচাতে পারবেন না।’ বৃহস্পতিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ইমরান খানকে উদ্দেশ্য করে মরিয়ম বলেন, ‘আপনি যদি পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) জলসা দেখে ভয় না পেয়ে থাকেন, যেমনটি আপনি বলছেন, তাহলে কেন আগাম নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন?’
তিনি বলেন, ‘ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার তার কৌশল বদলেছে। কারণ, তারা বুঝতে পেরেছে তাদের ক্ষমতার দিন শেষ হয়ে আসছে। এ ছাড়া প্রধানমন্ত্রী ব্যক্তিগত স্বার্থের জন্য জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছেন।
‘ইমরান খান স্বঘোষিত এফআইএ চেয়ারম্যান, স্বঘোষিত এফবিআর (ফেডারেল বোর্ড অব রাজস্ব) চেয়ারম্যান হয়েছেন। এখন তিনি নির্বাচন কমিশনেরও চেয়ারম্যান হতে চান। সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে বর্তমান ভোটদান পদ্ধতি বদলাতে পারে না’,- বলেন মরিয়ম।
সূত্র : ডন, এএনআই
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ