মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কোনো আদিবাসী নারী স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। ডেব হল্যান্ড নামের ৬০ বছর বয়সী ওই নারীকে নিজ মন্ত্রিপরিষদের মনোনয়ন দিতে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
আদিবাসীদের বিভিন্ন গ্রুপ ও উদারপন্থী ডেমোক্র্যাটরা নিউ মেক্সিকোর এই কংগ্রেসম্যানকে মনোনয়ন দিতে চাপ সৃষ্টি করে আসছিল। হল্যান্ড এক বিবৃতিতে বলেন, তাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বাইডেন-হ্যারিসের জলবায়ু ইস্যুকে আরও এগিয়ে নেবে, আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মার্কিন সরকারের সম্পর্কও উন্নত করবে, যা বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে নষ্ট হয়েছে।
হল্যান্ড উদারপন্থী ডেমোক্র্যাটদের মধ্যে জনপ্রিয়। তিনি লাগুনা পুয়েলবো আদিবাসী গোষ্ঠীর সদস্য। ২০১৮ সালে দুজন নারী কংগ্রেসে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছিলেন তিনি।
সূত্র: বিবিসি ও সিএনএন
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ