ধর্ষণ-সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত একজন ভয়ঙ্কর সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তারের ১৫ বছর পর ৮৯৭ বছরের জেলের সাজা দিল যুক্তরাষ্ট্রের একটি আদালত। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে। সোশ্যাল মিডিয়ায় এই সাজার খবর প্রকাশিত হওয়ার পরেই শোরগোল পড়ে যায়। এত বছরের সাজার কথা কেউ কোনওদিন শোনেনি বলেই উল্লেখ করেছেন নেটিজেনরা।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বলছে, ১৫ বছর আগে গ্রেপ্তার করা হয়েছিল কুখ্যাত সিরিয়াল রেপিস্ট ৪৫ বছর বয়সী রয় চার্লস ওয়ালারকে। তার বিরুদ্ধে ১৯৯১ সাল থেকে ২০০৬ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় ৯ জন নারীকে ধর্ষণ করার পাশাপাশি ৪৬টি গুরুতর অপরাধের জড়িত থাকার অভিযোগ ছিল।
এছাড়াও বিদেশি নাগরিকদের অবৈধভাবে আমেরিকায় অনুপ্রবেশ করানো-সহ একাধিক অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। ১৫ বছর ধরে সেই সমস্ত মামলার শুনানি চলার পর গত সেপ্টেম্বরে রয় চার্লসকে দোষী সাব্যস্ত করে ক্যালিফোর্নিয়ার একটি আদালত। আর শুক্রবার রায় দিতে গিয়ে বর্তমানে ৬০ বছরে পৌঁছনো রয়কে ৮৯৭ বছরের কারাদণ্ড দিলেন বিচারক।
এপ্রসঙ্গে স্যাক্রামেন্টো শহরের গোয়েন্দা বিভাগের মুখপাত্র আভিস বিরে জানান, দীর্ঘদিন ধরে লোকের চোখের আড়ালে নারীদের উপর নির্যাতন চালাত ওই ব্যক্তি। ১৫ বছর আগে নির্দিষ্ট খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে নানা অপরাধের প্রমাণ মেলে। তারপর থেকে মামলা চলছিল। অবশেষে গতকাল শুক্রবার রায় ঘোষণা করে আদালত। সূত্র : সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক