করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশেষ অবদানের জন্য জাতীয় স্বীকৃতি পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের এক রেল কর্মচারী। তার নাম খুশরো পোয়াছা। তিনি করোনাকালীন ‘সেবা কিটস’, ‘দান বীর’ উদ্যোগের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের সহায়তা করেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
প্রকাশিত খবরে বলা হয়েছে, নাগপুরের বাসিন্দা খুশরো পোয়াছাকে করোনাকালীন বিশেষ অবদানের জন্য ভারতের জাতীয় কমিশন শুক্রবার এই অ্যাওয়ার্ড প্রদান করেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এই অ্যাওয়ার্ড প্রদান করেন। এর মধ্যে দু’জনকে মরণোত্তর, একজন নারীকে বন্দে ভারত রেসকিউ মিশনের ফ্লাইট পরিচালনার জন্য পুরস্কার দেওয়া হয়।
এ বিষয়ে খুশরো বলেন, জাতীয় স্বীকৃতি পেয়ে সম্মানিতবোধ করছি। বড় কোনো ইএনজিও’র সহায়তা ছাড়াই করোনাকালীন সাধারণ মানুষের সহায়তার জন্য প্রভাব ফেলতে পেরেছিলাম। তাই এই অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ।
করোনাকালীন সংকটে সামাজিক আন্দোলন, রেলওয়ে কর্মচারীদের সেবা কিটস এবং দান বীর খুবই কাজে আসে। ৫৩ বছর বয়সী খুশরো ও তার সংগঠন দেশটির সাধারণ মানুষদের করোনাকালীন সেবা করে গেছেন।
জাতীয় স্বীকৃতি পাওয়া খুশরো আরও বলেন, বিশ বছর আগে একটি কোম্পানির সিইও আমাকে বলেছিলেন, টাকা ছাড়া ভালো কাজ করা যায় না। কিন্তু আমি আজ সেই ভদ্র লোককে ভুল প্রমাণ করেছি।
বিডি প্রতিদিন/আবু জাফর