শ্রীলঙ্কাকে দেখে নেপালের শিক্ষা নেওয়ার কথা বললেন ভারতের সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এ কথা উল্লেখ করেন তিনি। পরামর্শ দেন, চীনকে বন্ধু ভাবার আগে, তাদের কথা শুনে চলার আগে নেপাল যেন শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে নেয় ভাল করে।
সম্প্রতি একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে এ কথা বলেন বিপিন রাওয়াত। গত কয়েক মাস আগে লাদাখ সীমান্তে ভারত চীনের বিপুল সংঘর্ষ শুরু হয়। এখনও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। আর এই সমস্যার মধ্যেই নেপালের সঙ্গে ভারতের সম্পর্কও প্রভাবিত হয়। তবে এর পেছনে চীনের উস্কানি ও নেপালের চীন-নির্ভরতা স্পষ্ট। ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক সবসময় ভাল থাকলেও চীনের কারণে সে সময়ে শুরু হয় সমস্যা।
এই সমস্যার সমাধান করতে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যানালিসিস অর্থাৎ র-এর প্রধান সামন্তকুমার গোয়েল গত দু’মাসে নয়াদিল্লি থেকে দুবার কাঠমাণ্ডু সফরে যান। সেইসঙ্গে যান পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেও। নেপালের সঙ্গে ভারতের সুসম্পর্ক বাড়ানোর জন্য নানারকম আলোচনা করেন। এর পরে আবার এই মাসেই ভারত সফরে আসতে চলেছেন নেপালের পররাষ্ট্র মন্ত্রী প্রদীপ কুমার গেওয়ালি।
এমনই সময়ে নেপাল চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করলে তা নেপালের জন্যই বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিপিন রাওয়াত। কারণ অন্য দেশগুলোকে আর্থিক ঋণ দিয়ে নিজেদের জালে জড়িয়ে নেওয়ার চেষ্টা করে চীন। শ্রীলঙ্কা চীনের এই প্রতারণার শিকার বলে অভিযোগ করেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ। সূত্র : দ্য ওয়াল।
বিডি-প্রতিদিন/শফিক