পাকিস্তানের বালুচিস্তানে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জনকে খুন করল অজ্ঞাত পরিচয়ের একদল বন্দুকধারী। মৃতরা সবাই কয়লাখনিতে শ্রমিকের কাজ করতেন। আজ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের মাচ এলাকায়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর দ্য ভয়েস অব আমেরিকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ওই শ্রমিকরা অন্য সহকর্মীদের সঙ্গে নিজেদের কাজের জায়গায় যাচ্ছিলেন। আচমকা মাচ এলাকায় তাদের রাস্তা থেকে অপহরণ করে নির্জন পাহাড়ি জায়গায় নিয়ে যায় একদল বন্দুকধারী। তারপর খুব কাছ থেকে তাদের গুলি করে এলাকা থেকে পালিয়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ শ্রমিক। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি পাঁচ জনের মৃত্যু হয়। এখনও পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।
বিডি-প্রতিদিন/শফিক