হোয়াইট হাউজের উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিংগার পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের সংসদ ভবনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলা, ভাংচুরের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। সমর্থকদের তাণ্ডবের ঘটনায় ট্রাম্প যা বলেছেন তার প্রতিবাদে পটিংগার পদত্যাগ করেছেন।
পটিংগারের ঘনিষ্ঠ এক ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন। পটিংগারের বক্তব্য, পদত্যাগ নিয়ে দ্বিতীয়বার ভাবার অবকাশ ছিল না তার।
যুক্তরাষ্ট্রের সংসদ ভবনের সামনে যখন তাণ্ডব চলছিল, তখন ট্রাম্প এক বার্তায় সমর্থকদের বলেন, আমি আপনাদের ব্যথা বুঝি। জানি আপনারা আঘাত পেয়েছেন। একটা নির্বাচন হয়েছে যার ফল চুরি হয়ে গেছে। আপনারা বাড়ি ফিরে যান। আপনাদের ভালোবাসি।
এর আগে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার চিফ অব স্টাফ পদত্যাগের বিষয়টি প্রকাশিত হয়েছিল। সিএনএন জানিয়েছে, ট্রাম্পের আরও বেশ কয়েকজন শীর্ষ সহযোগী পদত্যাগের কথা ভাবছেন। এর মধ্যে আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও' ব্রায়ান ও ডেপুটি চিফ অব স্টাফ ক্রিস লিডেল।
বিডি প্রতিদিন/ফারজানা