যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের (সমর্থকদের হামলার ঘটনায় সোচ্চার সারা বিশ্ব। কয়েক হাজার মার্কিনি ট্রাম্পের সমর্থনে স্লোগান দিতে দিতে ক্যাপিটাল ভবনে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করলে শুরু হয় সহিংসতা। যে ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে চীনের সোশ্যাল মিডিয়ায় কার্যত উল্লাসের ঢেউ। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অশান্তির চিত্র দেখে কটাক্ষ করেছে চীনের কমিউনিস্ট পার্টি।
টুইটারের মতোই চীনের নিজস্ব প্ল্যাটফর্ম 'ওয়েইবো'। সেখানেই এভাবে কার্যত উল্লসিত হতে দেখা গেল চীনের কমিউনিস্ট পার্টিকে। এই ঘটনার সঙ্গে তুলনা করা হল ২০১৯ সালে হংকংয়ের সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলনের। বৃহস্পতিবার সকালে চীনের সরকার প্রভাবিত জনপ্রিয় ট্যাবলয়েড 'গ্লোবাল টাইমস'-এ ওই দুই বিক্ষোভের তুলনামূলক ছবি পাশাপাশি সাজিয়ে দু’ইয়ের মধ্যে মিল খোঁজার চেষ্টা করা হয়।
২০১৯ সালের জুনে যখন হংকংয়ের আইন পরিষদ কমপ্লেক্স দখল করে সেখানে সরকার বিরোধী বিক্ষোভ দেখানো হয়েছিল, সেই সময় আমেরিকার তৎকালীন 'স্পিকার অব দ্য হাউস' ন্যান্সি পেলোসি তাকে 'সুন্দর দৃশ্য' বলে কটাক্ষ করেছিলেন। সেই কটাক্ষকেই এবার ফিরিয়ে দিল বেইজিং। ওই ট্যাবলয়েডে লেখা হয়, জানা দরকার, উনি ক্যাপিটল হিলের ঘটনাতেও এমনই মন্তব্য করবেন কিনা। সূত্র : সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক