যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালিয়েছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সহিংস বিক্ষোভে প্রাণ হারিয়েছে ৪ জন। জো বাইডেনের জয় 'ঠেকাতে' শত শত ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিলে প্রবেশ করেছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লেগেছে আইনশৃঙ্খলা বাহিনীর। ওয়াশিংটনে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
ক্যাপিটল হিলে প্রবেশ করা কেউ কেউ মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির দফরে টেবিলের উপর পা তুলে ছবি তুলেছেন, কেউ সেখানকার দ্রব্যসামগ্রী উঠিয়ে নিয়েছেন। কেউ সেলফি তুলেছেন। তেমনই কিছু ছবি প্রকাশ করেছে বিবিসি।
মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির দফরে ট্রাম্পের সমর্থক