আরব আমিরাতে সর্বোচ্চ কূটনীতিক হিসেবে আইতান নায়েচকে নিয়োগ দিয়েছে ইসরায়েল। আবুধাবিতে অস্থায়ী কূটনৈতিক মিশন পরিচালনার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
আইতান নায়েচ ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তুরস্কে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আঙ্কারা তাকে বরখাস্ত করে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আমিরাতের প্রথম কূটনীতিক হিসেবে নায়েচকে নিয়োগ দেওয়া হয়। শিগগির তিনি আমিরাত পৌঁছাবেন।
আনুষ্ঠানিকভাবে সরকার একজন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া পর্যন্ত তিনি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন। আগামী মার্চে সরকার নির্বাচনের পর স্থায়ীভাবে কাউকে নিয়োগ দেওয়া হতে পারে। পরবর্তীতে স্থায়ী দূতাবাস স্থাপন করা হবে।
গত ১৫ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ওয়াশিংটনে আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের চুক্তি স্বাক্ষর করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন