আর মাত্র ১২ দিন ক্ষমতায় থাকার সুযোগ আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ট্রাম্পকে এই সময়টাও দিতে চায় না মার্কিন প্রশাসন। এমনকি তার নিজের দল রিপাবলিকান। তার বিরুদ্ধে জোরালো হচ্ছে অভিশংসনের দাবি।
এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। অবস্থা বেগতিক বুঝে ভোল পাল্টে ফেলেছেন তিনি। আগে বিক্ষোভকারীদের দেশপ্রেমিক ও তাদেরকে ভালোবাসেন বলে জানালেও নিজের বক্তব্য পাল্টে এবার তাদের এক হাত নিলেন। ভিডিও প্রকাশ করে ক্যাপিটলে তার সমর্থকদের তাণ্ডবকে ধিক্কার জানালেন।
তিন মিনিটের একটু কম সময়ের ওই ভিডিওতে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন, “আমার এখন লক্ষ্য মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর। ২০ জানুয়ারি নতুন প্রশাসন কাজ শুরু করবে। তার আগে আমি সব বুঝিয়ে দিতে চাই।”
ক্যাপিটলে ঢুকে তাণ্ডব চালানো নিজের সমর্থকদের একহাত নিয়ে ট্রাম্প বললেন, “যেসব বিক্ষোভকারী ক্যাপিটলে অনুপ্রবেশ করেছেন তারা আমেরিকার গণতন্ত্রে আঘাত হেনেছেন। যারা এই সহিংসতা, ভাঙচুরে জড়িত ছিলেন তারা আমেরিকার প্রতিনিধি নন। যারা আইন ভেঙেছেন, তাদের দাম চোকাতে হবে।”
ক্যাপিটল বিল্ডিংকে সুরক্ষিত রাখতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। এই ঘটনার জন্য আমেরিকা সহ প্রায় গোটা দুনিয়া ট্রাম্পকে দায়ী করেছে। তার প্রশাসন থেকে ইস্তফা দিয়েছেন একের পর এক অফিসার।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় নিযুক্ত আমেরিকার অ্যাটর্নি জেনারেল মাইকেল শেরউইন ক্যাপিটল হামলার ঘটনায় ১৫টি মামলা দায়ের করেছেন। তার পরেই পরিস্থিতি সামাল দিতে নামলেন ট্রাম্প।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম