শিরোনাম
২৩ এপ্রিল, ২০২১ ০৩:২১

২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ অর্ধেকে নামানোর ঘোষণা বাইডেনের

অনলাইন ডেস্ক

২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ অর্ধেকে নামানোর ঘোষণা বাইডেনের

২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ অর্ধেক কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ভার্চুয়ালি আয়েজিত বৈশ্বিক জলবায়ু সামিট-২০২১ তে যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিনিয়োগ বজায় রেখে এবং লোকদের দ্বারা কাজের মাধ্যমে চলতি দশকের শেষের আগে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে অর্ধেকে নিয়ে আসার পথে রয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে জাতি হিসেবে আমরা নেতৃত্ব দিচ্ছি।’

তার সঙ্গে যুক্ত হতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো জাতি এই সংকটের একা সমাধান করতে পারবে না এবং এটা আপনারা বুঝেন। আমাদের সবাইকে বিশেষ করে যারা বিশ্বের বৃহত্তর অর্থনীতির প্রতিনিধিত্ব করে তাদের পদক্ষেপ নিতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন যারা কার্যকর পদক্ষেপ নেয় এবং পরিষ্কার ভবিষ্যতে তাদের লোকদের সাহসী বিনিয়োগ করে, তারাই আগামীকাল ভালো কিছু জয় করে। পাশাপাশি তাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করে গড়ে তোলে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর