৭ মে, ২০২১ ০৪:২২

ব্রাজিলে মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ: নিহত ২৫

অনলাইন ডেস্ক

ব্রাজিলে মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ: নিহত ২৫

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মাদক পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের এক কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য প্রকাশ করেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, রিও ডি জেনেইরো’র জাসারেজিনহো এলাকায় মাদক পাচারের জন্য শিশুদের নিয়োগ দিচ্ছে পাচারকারী একটি চক্র- এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে পাচারকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে।

এতে পুলিশের ইন্সপেক্টর আন্দ্রে লিওনার্দো ডি মেল্লো ফ্রায়াস গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়াও আরও কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। তারা সবাই পাচারকারী চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর