মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি দেশটিতে চলমান সেনা শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যের ডাক দিয়েছেন। গতকাল মঙ্গলবার একটি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হলে এমনটাই জানান নিজের আইনজীবী মিন মিন সোয়েকে।
জানা গেছে, গৃহবন্দি অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতিসহ কয়েকটি অভিযোগে একাধিক মামলা চলছে। মঙ্গলবার সু চির ওই আইনজীবী সাংবাদিকদের জানান, ‘অং সান সু চি জনগণকে ঐক্যবদ্ধ ও অবিচল থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত বহু গণতন্ত্রকামীর প্রাণহানি হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষকে কারাবন্দী করে রাখা হয়েছে। আন্তর্জাতিক ভাবে নিন্দা ও প্রতিবাদ জানালেও ক্ষমতা ছাড়তে নারাজ মিয়ানমারের সেনা সরকার।
বিডি-প্রতিদিন/শফিক