১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৫৭

সাহারায় আইএস নেতাকে হত্যা করেছে ফরাসি সৈন্যরা, জানালেন ম্যাক্রন

অনলাইন ডেস্ক

সাহারায় আইএস নেতাকে হত্যা করেছে ফরাসি সৈন্যরা, জানালেন ম্যাক্রন

গ্রেটার সাহারার ইসলামিক স্টেট (আইএসজিএস) নেতা আদনান আবু ওয়ালিদ আল-সাহরাবিকে হত্যা করেছে ফরাসি সৈন্যরা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। তবে আল সাহরাবিকে কখন কিংবা কোথায় হত্যা করা হয়েছে তা জানাননি তিনি।

ইউরো নিউজ জানিয়েছে, মালি, নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তে বেশিরভাগ হামলার জন্য দায়ী করা হয় গ্রেটার সাহারার ইসলামিক স্টেটকে।

বিবিসি জানিয়েছে, আদনান আবু ওয়ালিদ আল-সাহরাবি ২০১৫ সালে গ্রেটার সাহারায় ইসলামিক স্টেটের শাখা প্রতিষ্ঠা করেন। 

আল-সাহরাবির হত্যাকে ‘সাফল্য’ আখ্যা দিয়ে ইমানুয়েল ম্যাক্রন আরও বলেছেন, ‘সাহারায় ফ্রান্সের যেসব হিরো মারা গেছেন, আহত হয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যাবে না।’ 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর