মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের স্মৃতি উসকে পুলিশের হাতে মৃত্যু হলো আরও এক কৃষ্ণাঙ্গের। গতকাল বৃহস্পতিবার নর্থ ক্যারোলিনার ফায়াটভিলে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সরব হয়েছেন নিহত ব্যক্তির প্রিয়জনেরা। খবর আল-জাজিরা ও এই সময়ের।
জানা গেছে, নিহত কৃষ্ণাঙ্গ ব্যক্তির নাম জেসন ওয়াকার। এ ঘটনার পর আলোচিত মানবাধিকার আইনজীবী বেঞ্জামিন ক্রাম্পকে সঙ্গে নিয়ে ন্যায় বিচারের দাবিতে মিছিলে নামেন জেসনের পরিবার। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ শহরের একাধিক এলাকায় মিছিল করে প্রতিবাদীরা। এই মিছিলে অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ অফিসার জেফরি হ্যাশের গ্রেফতারের দাবি তোলেন প্রতিবাদীরা। এ ঘটনা মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গদের প্রতি পুলিশি নির্যাতনের বিষয়টি আরও একবার লাইমলাইটে নিয়ে এলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, ঘটনার ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন অনলাইন মাধ্যমে। যার ফলে ঘটনার বিরুদ্ধে দ্রুত প্রতিবাদ ছড়িয়ে পড়েশহরে। অভিযুক্ত শ্বেতাঙ্গ অফিসারের গ্রেফতারের দাবিতে সরব হয় কৃষ্ণাঙ্গ নাগরিকরা।
উল্লেখ্য, গত শনিবার অফ ডিউটি থাকাকালীন পুলিশ অফিসার জেফরি হ্যাশ নিজের পরিবারকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন তখন হঠাৎ সামনে এসে পড়েন বছর ৩৭-এর জেসন। সেই মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে এসে নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গের উপর গুলি চালায় জেফরি। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় পড়ে যান জেসন।
বিডি-প্রতিদিন/শফিক