১৫ জানুয়ারি, ২০২২ ২৩:০১

আর্জেন্টিনার এক শহরে টানা ৩ দিন আলো বন্ধ রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার এক শহরে টানা ৩ দিন আলো বন্ধ রাখার নির্দেশ

আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর সান্টা ইসাবেলের রাস্তাঘাট, বাড়ি-ঘরের উঠান এখন কোটি কোটি গুবরে পোকার দখলে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রার কারণে চলতি বছর পোকাটির অস্বাভাবিক বংশবিস্তার হয়েছে। 

এবিসি নিউজ জানিয়েছে, লা পামপা প্রদেশের শহরটির প্রতিটি পার্ক ও বাগান ছেয়ে গেছে গুবরে পোকায়। এমনকি উৎপাত করছে বাড়িঘরেও। ভবনের ছাদে কিংবা আশপাশের গর্তে বাসা বাঁধছে পোকার দল। বহু চেষ্টায়ও দমন করা যাচ্ছে না এগুলো।

শেষ পর্যন্ত শহরের সব ভবন ও রাস্তার আলো তিনদিন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন মেয়র। এ পদক্ষেপের প্রথম দিনেই অবশ্য নাটকীয় সাফল্য মিলেছে। অন্ধকারে পোকার দলের বড় একটি অংশ সরে গেছে শহরের বাইরে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর