১৮ জানুয়ারি, ২০২২ ০২:০১

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ২৬

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের পশ্চিম প্রান্ত। সোমবার পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশ রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এ ঘটনায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।

এই ভূমিকম্পের আঘাতে আরো অনেকে আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান। মাঝরাতের ওই ভূমিকম্পে অনেক ঘরবাড়িও ধসে পড়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি জানান, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছেন। 

আল-জাজিরাকে আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জনান সায়েক ২৬ জন নিহতের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭০০ এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। 

তিনি আরও বলেছেন, ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর