রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে বিভিন্ন খবরাখবরের সার-সংক্ষেপ দেখে নিন এক নজরে:
১. ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চল, ডোনেটস্ক এবং লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২. তিনি বলেছেন, ওই দুটি এলাকায় রুশ সৈন্যরা ‘শান্তি রক্ষায়’ কাজ করবে। তবে আমেরিকা বলছে এটা “বাজে কথা” এবং এটা “আক্রমণের সূচনা”।
৩. বিদেশের মাটিতে সৈন্য মোতায়েনের ক্ষমতা ভ্লাদিমির পুতিনকে দিয়ে রুশ সংসদের উচ্চকক্ষ তার অনুকূলে ভোট দিয়েছে। এর মাধ্যমে তাকে পূর্ব ইউক্রেনে সৈন্য পাঠানোর সবুজ সঙ্কেত দেওয়া হয়।
৪. পুতিন মঙ্গলবার একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেছেন এবং ন্যাটো প্রতিরক্ষা জোটে ইউক্রেনকে অন্তর্ভুক্ত যাতে না করা হয় সেই দাবি পুনর্ব্যক্ত করেছেন।
৫. আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন পূর্ব আমেরিকান সময় দুপুর একটায় (বাংলাদেশ সময় বুধবাগত দিবাগত রাত ১২টায়)।
৬. পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি শুরু করেছে- ব্রিটেন রাশিয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যাংক এবং তিনজন সম্পদশালী রাশিয়ানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
৭. জার্মানি রাশিয়া থেকে গ্যাস আমদানি করার গুরুত্বপূর্ণ নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন প্রকল্পের অনুমোদন স্থগিত করেছে।
৮. হাঙ্গেরি ইউক্রেনের সাথে তাদের সীমান্তে সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে।
৯. রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুস আগামী কয়েক বছরে রাশিয়ার কাছ থেকে সামরিক হেলিকপ্টার, জেটবিমান এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে বলে স্থানীয় গণমাধ্যম খবরে জানা গেছে।
১০. ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সিদ্ধান্তকে পুরো ইউরোপের জন্য এক বিরাট চ্যালেঞ্জ বলে বর্ণনা করেছেন।
১১. ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর নিউইয়র্কে জরুরি অধিবেশনে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে একাধিক রাষ্ট্র শান্তি বজায় রাখা এবং যুদ্ধ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে।
১২. রাশিয়া-ইউক্রেন সংকটে তেলের সরবরাহে সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ ৯৯ ডলার ছুঁয়েছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম