শিরোনাম
২৪ মে, ২০২২ ১০:১৪

যে কারণে ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

যে কারণে ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র তাদের কিছু সেন্য ইউক্রেনে পাঠানোর বিষয় বিবেচনা করছে। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যানের বক্তব্য অনুসারে, ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ সমন্বয় এবং দেশটিতে মার্কিন দূতাবাসের নিরাপত্তা প্রদানে সেনা রাখার বিষয়টি নিম্নপর্যায়ে আলোচনায় রয়েছে।

আল জাজিরার খবরে বল হয়েছে, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কিছু সৈন্য ছিল। কিন্তু রাশিয়া দেশটিতে আক্রমণের পূর্বে বাইডেন প্রশাসন সেসব সেনা প্রত্যাহার করে নেয়।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। যুক্তরাষ্ট্র মিত্র দেশটিতে সমরাস্ত্র দিয়ে সহায়তা করলেও রুশ সেনাদের মোকাবিলায় সরাসরি তাদের সেনা পাঠানোর সম্ভাবনা একাধিকবার নাকচ করেছে।

যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনে সেনা পাঠালেও সেসব সেনাদের কম্ব্যাট সেনা হিসেবে ব্যবহার করা হবে না।

সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল   

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর