২৫ মে, ২০২২ ০৯:১১

চিনি রপ্তানি সীমিত করছে ভারত

অনলাইন ডেস্ক

চিনি রপ্তানি সীমিত করছে ভারত

প্রথমবারের মতো চিনি রপ্তানি সীমিত করতে যাচ্ছে ভারত। আগামী মাসের শুরুতে এই সিদ্ধান্ত আসতে পারে। সরকারি সূত্রের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে ছয় বছরের মধ্যে এমন সিদ্ধান্ত নিচ্ছে ভারত।

ব্রাজিলের পর ভারত বিশ্বে দ্বিতীয় চিনি রপ্তানিকারক দেশ। চিনির কম উৎপাদন এবং তেলের দাম বৃদ্ধির কারণে ব্রাজিলের প্রতিষ্ঠানগুলো আখভিত্তিক ইথানল উৎপাদন করায় বিশ্বজুড়ে এই খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।

প্রাথমিকভাবে ভারত চিনি রপ্তানির পরিমাণ ৮০ লাখ টনে নামিয়ে আনার পরিকল্পনা করলেও পরবর্তীতে সরকার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববাজারে আরও কিছু চিনি বিক্রি করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

খবরে বলা হয়েছে, ৮০ লাখ টন চিনি রপ্তানির সীমা বেধে দেওয়ার অর্থ— মে মাস থেকেই চিনি রপ্তানি বন্ধ হওয়া। কারণ, মিল মালিকরা ইতোমধ্যে ৭০ লাখ টন চিনি বিক্রির চুক্তি সম্পন্ন করেছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর