১১ আগস্ট, ২০২২ ২০:৩৯

গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর ছেড়েছেন: রিপোর্ট

অনলাইন ডেস্ক

গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর ছেড়েছেন: রিপোর্ট

গোতাবায়া রাজাপাকসে

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার সিঙ্গাপুর ছেড়েছেন। তিনি থাইল্যান্ডে গেছেন বলে ভারতের এনডিটিভির খবরে দাবি করা হয়েছে

এনডিটিভির খবর অনুসারে, বৃহস্পতিবার গোতাবায়ার সিঙ্গাপুরে অবস্থান করার শেষ দিন ছিল। ফলে বাধ্য হয়ে নতুন গন্তব্যে গেছেন তিনি। থাইল্যান্ডে ৩ মাস থাকার সুযোগ পাচ্ছেন তিনি।

এর আগে গতকাল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী  প্রায়ুথ চান-ওচা গোতাবায়াকে তার দেশে প্রবেশের সুযোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রীলংকার বর্তমান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় গোতাবায়া রাজাপাকসেকে থাইল্যান্ডে আসার সুযোগ দেওয়া হয়েছে। তাকে শর্ত দেওয়া হয়েছে, থাইল্যান্ডে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবেন না। একটি দেশে স্থায়ী রাজনৈতিক আশ্রয় পাওয়ার আগ পর্যন্ত গোতাবায়া থাইল্যান্ডে থাকবেন।

অর্থনৈতিক সংকটের জেরে তীব্র বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। সেখান থেকে তিনি সিঙ্গাপুর যান।

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর